গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই বিদেশ সফরে পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা জারির পর প্রথম বিদেশ সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে পুতিন পৌঁছান বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম। 

কিরগিজস্তান আইসিসির সদস্যদেশ নয়। তাই পরোয়ানা মাথায় নিয়ে সফরে গেলেও পুতিনকে গ্রেপ্তার করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই দেশটির।

কিরগিস্তানে পুতিন কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের শীর্ষ সম্মেলনে অংশ নেবে। এতে অন্যদের মধ্যে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সজান্দার লুকাশেঙ্কোও অংশ নেবেন। 

চীন ও উত্তর কোরিয়া সফর

আগামী সপ্তাহে পুতিন চীন সফর করবেন বলে নিশ্চিত করেছেন তার সহযোগী ইউরি উশাকব। বুধবার (১১ অক্টোবর) ক্রেমলিনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তবে সুনির্দিষ্টভাবে কবে পুতিন চীন সফর করবেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে বেইজিংয়ে আসন্ন বেল্ট অ্যান্ড রোড ফোরামে (বিআরআই) পুতিন অংশ নেবেন। এটা ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

এর আগে বা পরে পুতিন উত্তর কোরিয়া সফর করবেন বলেও আশা করা হচ্ছে। 

পুতিনের বিরুদ্ধে গত মার্চে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি হয়। এর পর থেকে পুতিন বিদেশে সফর করেননি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //